সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঝালকাঠিতে মতবিনিময়

আল-আমিন | ১৬:৫৩, মে ১৪ ২০২৪ মিনিট

শান্তিপূর্ণ হউক উপজেলা নির্বাচন, স্বস্তি ও সম্প্রতীতে থাকুক জনগণ’- এই শ্লোগানে আসন্ন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের দাবিতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদের সাথে মতমতবিনিয় সভা করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান হোসেন খান, নুরুল আমিন খান সুরুজ, ভাইস চেয়ারম্যান প্রার্থী মঈন তালুকদার, লস্কর আসিফুর রহমান দিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার। সাধারণ ভোটাররা যেনো নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা । ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ৭৭ টি ভোটকেন্দ্রে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’