নামাজে যাওয়ায় রক্ষা মাইক্রোবাসে থাকা বরযাত্রীর লোকজন
আল-আমিন|০০:০৪, মে ১৪ ২০২৪ মিনিট
বরিশাল ব্যুরো।।
বরিশালে বরযাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে নগরীর কাশিপুর চৌমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে ঐসময় যাত্রীরা সবাই নামাজে থাকায় খালি গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে কোন হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, বরিশাল সদর উপজেলার রায়পাশা বারুজ্জেরহাট এলাকা থেকে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ৫৩-৪৭৩৫) মাদারীপুরে যাচ্ছিল। পথিমধ্যে কাশিপুর চৌমাথায় এসে বরযাত্রীসহ সকলে নামাজের জন্য মসজিদে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই মাইক্রোবাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, মাইক্রোবাসটিতে বরসহ ৭জন যাত্রী ছিল। সবাই নামাজে থাকায় কেউ হতাহত হয়নি।
বরিশাল ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম রসূল জানান, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটির ইঞ্জিন গরম হয়ে আগুন লেগেছে।