বরিশালে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ গ্রেপ্তার ২

আল-আমিন | ১২:৩১, এপ্রিল ২২ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) সিটি করপোরেশনের উচ্ছেদ সহকারী ইমরান হাসান চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। এরআগে শনিবার দিনগত রাত ২টায় কালিজিরা নদীর সম্মুখভাগে অভিযান চালিয়ে এনায়েত ও শাহিন নামে দুজনকে আটক করে পুলিশ। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।   ঘটনাস্থল থেকে জব্দ করা হয় একটি বাল্কহেড, একটি ড্রেজার মেশিন, ৫টি প্লাস্টিকের পাইপ। গ্রেপ্তার শাহিন জব্দ বাল্কহেড মালিক বলে জানা গেছে।   বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রুমি বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধ করেছেন এনায়েত ও শাহিন। অভিযানের সময় নৌ-থানার উপপরিদর্শক (এসআই) ছারোয়োর হোসেন ও কোতোয়ালি পুলিশ সহযোগিতা করেছে।   তিনি বলেন, সিটি মেয়রের কঠোর নির্দেশনায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জলাশয় ভরাট করা যাবে না। তার এ নির্দেশনা অনুযায়ী বালু খেকোদের সার্বক্ষণিক নজরদারীতে রাখা হচ্ছে।