নিজস্ব প্রতিবেদক ॥ গত চব্বিশ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে কেউ করোনাভাইরাসে শনাক্ত হয়নি। এমন তথ্য নিশ্চিত করেছে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল। এ পর্যন্ত বরিশালে মোট ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বরিশাল জেলায় মোট সুস্থ হয়েছেন চার জন। যার মধ্যে বাবুগঞ্জ উপজেলার তিন জন বাসিন্দা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স একজন রয়েছেন। এছাড়াও বরিশাল বিভাগে মোট ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ১০ জন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী ১৭ জন। ছয় জেলায় গতকাল শনিবার নতুন করে একজন চিকিৎসকসহ আটজনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।এই ৮ জনের ৭ জনই বরগুনার বাসিন্দা। সংক্রমণ বৃদ্ধি এবং একের পর এক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এরই মধ্যে কয়েকটি হাসপাতাল লকডাউন, কিছু হাসপাতালের কার্যক্রম সীমিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিভাগের তিন জেলায় সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগকে বেশি বেশি নমুনা সংগ্রহের নির্দেশনা দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ।