ঈদে কেনাকাটা করে না দেওয়ায় মেয়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের চিলমারীতে ঈদে কেনাকাটা নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন মানসিকভাবে অসুস্থ থাকা মেয়ে। গতকাল সোমবার সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের আনোয়ারের গ্রামে (উত্তর রমনা) এ ঘটনা ঘটে। ওই মেয়ের নাম ইন্না আক্তার পুতুল (২৪)। তিনি ওই এলাকার আহাম্মদ আলীর মেয়ে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, সকালে ওই মেয়ে ঘরের ধন্নার (আঁড়া) সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। ওসি মোজাম্মেল হক মেয়ের বাবার বরাত দিয়ে বলেন, ঈদে কেনাকাটা করে দেয়নি জন্য সে অভিমান করে এ ঘটনাটি ঘটিয়েছে। আর পাশাপাশি মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিলেন।