বাকেরগঞ্জে মামাকে কুপিয়ে হত্যা করল ভাগিনারা

কামরুন নাহার | ১৯:৫৫, এপ্রিল ২৬ ২০২০ মিনিট

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে সৎ ভাগিনাদের হাতে খুন হয়েছেন মামা। স্থানীয় কবাই ইউনিয়নের কালোকাঠি গ্রামে রোববার এই নৃশংস ঘটনায় প্রাণ হারিয়েছেন আপাং তালুকদার। চল্লিশোর্ধ্ব এই ব্যক্তিকে সৎ ভাগিনা রাসেল ও রাজু ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। স্বজনেরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- পুর্ব-পুরুষদের জমি নিয়ে আপাং তালুকদারের সাথে তার সৎ ভাগিনা রাসেল ও রাজুদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিশেষের মধ্যস্ততায় সালিশ বৈঠকও হয়েছিল। কিন্তু সমাধানে আসা যায়নি। পুলিশ জানায়- রোববার সকাল ৮টার দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে বোনের ছেলেদের সাথে ফের আপাং তালুকদারের বাকবিতন্ডা হয়। এসময় রাসেল ও রাজু ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটলে পরে শেবাচিমে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ  জানান, মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে হত্যাকারীদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণের প্রস্তুতির সাথে সাথে গ্রেপ্তারেও অভিযান শুরু হয়েছে।’