বরিশালে ‘বঙ্গবন্ধু নভোথিয়েটার’ ৪১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে

আল-আমিন | ১৪:১০, এপ্রিল ১৩ ২০২৪ মিনিট

উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে বরিশালে ৪১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’। এটি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া মহাকাশ বিষয়ক গবেষণার মাধ্যমে জ্যোতি বিজ্ঞানের দিগন্ত উন্মোচন হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৪১২ কোটি টাকা ব্যয়ে ‘বরিশাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’ প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক তহবিলের (জিওবি) অর্থ্যায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করতে নিরলস কাজ করে যাচ্ছে বরিশাল গণপূর্ত অধিদফতর। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপূর্ত অধিদফতর, স্থাপত্য অধিদফতরের সদস্য, বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্প মহাপরিচালক ও প্রকল্প পরিচালকের সমন্বয়ে একটি টিম প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে একাধিকবার পরিদর্শন ও পরিচালনা করছেন। জানা গেছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’ প্রকল্পের কাজ চারতলা বিশিষ্ট পর্যন্ত প্রায় সম্পন্ন হয়েছে। প্রকল্পটিতে নির্মাণ করা হবে অফিস ব্লক, প্ল্যানেটরিয়াম ব্লকসহ প্লাজা ও ডরমেটরি ভবন। এছাড়াও নির্মাণ করা হবে সীমানা ওয়াল। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, স্থপনাটি বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। আমরা শিক্ষার্থীরা এই স্থাপনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় খুব আনন্দিত। এ ব্যাপারে বরিশাল গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, দক্ষিণাঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক শিক্ষায় শিক্ষিত করতেই বর্তমান সরকারপ্রধান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বরিশাল গণপূর্ত অধিদফতর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আলাপকালে বরিশাল বিশ্ববিদ্যালের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া বলেন, মহাকাশ বিষয়ক গবেষণার মাধ্যমে জ্যোতি বিজ্ঞানের দিগন্ত উন্মোচন করবে এই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’।