ঈদমিছিল

আল-আমিন | ২১:১৩, এপ্রিল ১০ ২০২৪ মিনিট

নতুন চাঁদের আগমন, ঈদ মোবারক স্বাগতম, চাঁদের রাত শুভ দিন,রাত পোহালেই ঈদের দিন এই স্লোগানে ঝালকাঠির নলছিটিতে ঈদুল ফিতরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাতে মিছিলটি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়কে প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, নওমুসলিম মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী,থানার পুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস, হাইস্কুল রোড জামে মসজিদের ইমাম মাওলানা মুফতী হানজালা নোমানী, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী প্রমুখ।