বরিশালে শেষ মহূর্তে জমেছে ঈদ বাজার
নিজস্ব প্রতিবেদক বরিশালে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। মাত্র কয়েক দিন বাকি থাকায় দিনরাত বাণিজ্যিক এলাকাসহ মার্কেটগুলোতে ভিড় বাড়ছেই। পোশাকের দাম গত বছরের তুলনায় এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। তারপরও শেষ সময়ে মার্কেটে ছিলো উপচে পড়া ভিড়।
সরেজমিনে দেখা যায়, বরিশাল নগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা চকবাজারসহ কাঠপট্টি, পদ্মাবতী এলাকায় নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়। রমজানের মধ্যে তপ্ত দিনসহ গভীর রাত পর্যন্ত অসহনীয় ক্রেতা ভিড়ের কারণে এ চকবাজারে নির্বিঘ্নে হেঁটে বেড়ানোর সুযোগ নেই।
ক্রেতা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ চকবাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক আটকে দিতে বাধ্য হয়েছে। তারপরও এখানকার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। বৃদ্ধি করা হয়েছে পুলিশী তৎপরতাও।
নগরীর ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ মহসিন মার্কেট ও বহুমুখি সিটি মার্কেটসহ নগরীর অন্যান্য দোকানেও বিক্রি বেড়েছে। মহসিন মার্কেটের ব্যবসায়ী তাইজুল ইসলাম বলেন, শেষ সময়ে বিক্রি বেড়েছে। ঈদের যে কদিন বাকি তাতে আরও বিক্রি বাড়বে।
মহসিন মার্কেটের ক্রেতা ইয়াসিন, গতবারের চেয়ে এ বছর পোষাকের দাম এক তৃতীয়াংশ বেড়েছে। তারপরও পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনতে হচ্ছে। নারীদের পোষাক বিক্রিতে প্রাধান্য দেওয়া চকবাজারের পালকি-এর স্বত্ত্বাধীকারী তাপস ভূইয়া বলেন, বিক্রি ভালোই। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বিক্রি বাড়ছে।
বরিশাল চকবাজার, কাঠপট্টি, পদ্মাবতী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, পোষাকের দাম গত বছরের তুলনায় বাড়লেও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রিও বৃদ্ধি পেয়েছে। উপচে পড়া ভিড়ের কারণে পুলিশসহ আইন শৃংখলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।