বরিশাল বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত ৫, মৃত ১

কামরুন নাহার | ২৩:৪৮, এপ্রিল ২৫ ২০২০ মিনিট

বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর নতুন করে পটুয়াখালী জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে বরিশালে ২ জন, পিরোজপুরে ২ জন ও পটুয়াখালীতে ১ জন রয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্ত ৯৪ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়েছেন ৭ জন। আর বাকি ৮২ জন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ জন, বরগুনায় ২৩ জন, পটুয়াখালীতে ২০ জন, ঝালকাঠীতে ৬ জন, পিরোজপুরে ৭ জন ও ভোলায় ২ জনসহ মোট ৯৪ জন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে বরগুনায় ২ জন, পটুয়াখালী ও বরিশাল জেলায় ১ জন করে মোট ৪ জন মারা গেছেন। বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।