বেতাগী চিকিৎসক করোনা আক্রান্ত
বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে একজন চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এখন পর্যন্ত ৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। ইতোমধ্যে এ উপজেলা গত শুক্রবার প্রথম আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেন। আজ শনিবার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং বিষয়টি নিশ্চিত করেছেন। বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং এ বিষয় বলেন, গত ২ দিন পূর্বে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ শনিবার রাত সাড়ে ৭টায় তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। নতুন করোনা আক্রান্ত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে আলাদা একটি কক্ষে কোয়াইন্টিনে রয়েছেন।