চট্টগ্রামে ডাস্টবিন থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আল-আমিন | ১২:০৮, এপ্রিল ০২ ২০২৪ মিনিট

চট্টগ্রাম মহানগরীর বিআরটিসি ফলমন্ডি এলাকা থেকে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধর্ষণের পর ৬-৭ বছর বয়সী ওই শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফলমন্ডি এলাকার ডাস্টবিনে একটি বস্তার ভেতর থেকে বের হয়ে থাকা একটি শিশুর পা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, শিশুর মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবার বাকলিয়া এলাকায় বসবাস করে। শিশুটি টোকাই বলে জানা গেছে। শিশুটির পরিচয় পাওয়া গেছে।
ওসি বলেন, মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে।