ইফতার মাহফিল করতে না দেয়ায় বরিশাল মহানগর জামায়াতের নিন্দা

আল-আমিন | ২৩:৪৮, এপ্রিল ০১ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পুলিশি নিষেধাজ্ঞায় বরিশাল মহানগর জামায়াতের ইফতার মাহফিল করতে না দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান বলেন, পুলিশকে চিঠি দিয়ে পূর্বেই অবহিত করে আমরা গত ৩১ মার্চ বরিশাল নগরীর সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের আমন্ত্রণ জানিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। এজন্য সম্ভাব্য অতিথিদের আমন্ত্রণপত্রও বিতরণ করা হয়েছিলো। সবকিছু যখন চুড়ান্ত- ঠিক সেই মুহুর্তে পুলিশ বিভাগের পক্ষ থেকে আমাদের ইফতার মাহফিল করতে নিষেধ করা হয়। বিষয়টি অত্যন্ত দু:খজনক আখ্যা দিয়ে জামায়াত নেতৃবৃন্দ বলেন- ইফতার মাহফিলের মত একটি ধর্মীয় অনুষ্ঠানে পুলিশের নিষেধাজ্ঞা আমাদের বিস্মিত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।