উজিরপুরে স্কুল শিক্ষিকার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

কামরুন নাহার | ১৫:৩২, এপ্রিল ২৫ ২০২০ মিনিট

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক স্কুল শিক্ষিকার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, শিকারপুর বন্দরের বাংলালিংক টাওয়ারের সাথে জয়শ্রী গ্রামে জোসনা বেগম (৫৫) নামে এক কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষিকা নিজ ঘরে দৌড়ের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। জোসনা বেগম ওই ঘরে তার পুত্রবধূ মীরু বেগমকে নিয়ে বসবাস করতো। তার একমাত্র ছেলে অপু লরিট্রাকের ড্রাইভার সে বাড়িতে ছিল না। জোসনা বেগম দীর্ঘদিন ধরে পেরালাসিস রোগে আক্রান্ত ছিলেন। তার স্বামী আলতাফ হোসেন প্রায় (২০)বছর আগে মারা যায়। শনিবার সকালে তার গলায় ওড়না ফাঁস লাগানো মরাদেহ খাটের উপর পড়ে থাকতে দেখে স্থানীরা উজিরপুর থানা পুলিশে খবর দিলে উজিরপুর থানার এস আই মানিক ও এস আই রবিউল ইসলাম, এস আই মাহাবুব ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশটি উদ্ধার করে। এদিকে উজিরপুর থানার ওসি মোঃ জিয়াউল আহসান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ, কোন অভিযোগ বা মামলা করেনি। তবে ঘটনাটি বেশ রহস্যজনক ও সন্দেহজনক হওয়ায় লাশটি উদ্ধার করে বরিশাল শেবাচিম মর্গে প্রেরণ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে হত্যা না আত্মহত্যা।