পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় পিটুনিতে আহত তরুণের মৃত্যু

আল-আমিন | ১৪:৩২, মার্চ ২০ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে পিটুনিতে আহত তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বটতলা বাজার এলাকায় বখাটেদের পিটুনিতে তিনি আহত হয়েছিলেন। মারা যাওয়া তরুণের নাম জিসান (১৮)। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মশিউর রহমানের ছেলে। তিনি উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল চারটার দিকে জিসান ও তাঁর সহপাঠী রাকিব আকন মোটরসাইকেলে করে বাজারের বটতলা দিয়ে দক্ষিণে নোমর স্লুইসগেট এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ায় ধুলোবালু স্থানীয় কয়েকজন বখাটে যুবকের গায়ে লাগে। এতে তাঁরা ক্ষুব্ধ হন। মোটরসাইকেল থামিয়ে তাঁরা জিসানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা দিয়ে জিসানকে এলোপাতাড়ি পেটান। জিসান লাফিয়ে খালে পড়ে সাঁতরে অপর পাড়ে উঠে বটতলা বাজারের দিকে ছুটে যান। তাঁরা সেখানে গিয়েও জিসানকে মারধর করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন চলে এলে তাঁরা পালিয়ে যান। পরে জিসানকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।