বরিশাল ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম, ২ সহযোগীসহ সেই প্রদীপ কারাগারে
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে জখমের মামলায় মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) বরিশাল মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তারা উচ্চ আদালতের দেওয়া জামিন বাড়ানোর আবেদন করেন। কিন্তু মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. আশরাফউদ্দিন তাদের আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া নেতারা হলেন, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, তার অনুসারী হাসান এবং অপু।
সূত্রে জানা গেছে, বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মেহেদি হাসান মিথুনকে ১৯ জানুয়ারি কুপিয়ে শহরের ভিআইপি এলাকা রাজা-বাহাদুর সড়কে জখম করা হয়। এ ঘটনায় মিথুনের শ্বশুর মৎস্যজীবী শ্রমিকলীগ নেতা বাদশা চৌধুরী নামধারী চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা প্রদীপ দাসসহ নামধারী ৪ আসামি। এর মধ্যে প্রদীপসহ তিন আসামি হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন।
কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন। এই মামলার অপর আসামি ছাত্রলীগ নেতার ভাই রাধেশ্যাম দাস আদালতে হাজির হননি।’