ভোলায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ৩৫ শিক্ষার্থী হাসপাতালে

আল-আমিন | ১৯:১৯, মার্চ ১৯ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ ৩৫ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ‘গণমনস্তাত্ত্বিক রোগে’ তারা আক্রান্ত হতে পারে বলে ভাষ্য চিকিৎসকের। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনায় পর তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। অসুস্থদের ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা চলছে। পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীরা অজানা এই রোগে আক্রান্ত হয়ে পড়েন। খবর পেয়ে শিক্ষার্থীদের স্বজনরা হাসপাতালে ভিড় করছেন। কেউ কেউ সন্তানের এমন অসুস্থতা দেখে দিশেহারা হয়ে পড়েছেন। সহপাঠীরা বলছে, শিক্ষার্থীদের মধ্যে কারো মাথাব্যথা, কারো শরীর কাঁপা, কারো দুর্বলতা, কারো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। ওই স্কুলের সহকারী শিক্ষক আবু সাইয়েদ জানান, সকাল ১১টার দিকে পাঠদানের সময় হঠাৎ জাহিদ নামের এক শিক্ষার্থী মাথা ব্যথা নিয়ে শ্রেণিকক্ষে পড়ে যায়। এরপর একে একে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে অন্তত ৩৫ শিক্ষার্থী ভর্তি আছে। ভোলা সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামান জানান, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। হাসপাতালে ভর্তি ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে চিকিৎসা চলছে বলে জানান তিনি।