বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে স্থানীয়দের বাধায় হামলা, আহত ১৫

আল-আমিন | ২০:২৭, মার্চ ১৭ ২০২৪ মিনিট

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন চলছে । এ ঘটনায় স্থানীয় সচেতন মানুষ একত্রিত হয়ে বাধায় দেওয়ায় অবৈধ বালু ইত্তোলন কারীরা সাধারন মানুষের উপর অতৎকিত হামলা চালায়।এতে ঘটনা স্থানে প্রায় ১৫ আহত হয়।আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায় রবিবার সকাল ১১ টার সময় উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের অরাকুল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। সাবেক ইউপি সদস্য জয়নাল মাঝি ও জাহের আকন ও আল্ধাসঢ়;উদ্দিন বেপারী জানায় দীর্ঘদিন যাবৎ হিজলা উপজেলা ,শরীয়তপুরের গোসাইরহাট থানা ও বরিশালের কিছু বালু খোকো বাহিনী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।তারা ৩০ টির অধিক কাটার লোড ড্রেজার দিযে বালু উত্তোলন করছে।এ বিষয়ে স্থানীয় লোকজন নিয়ে প্রতিবাদ করতে যাই। তখন তারা কয়েকটি স্পীডবোড নিয়ে অস্ত্র নিয়ে ধাওয়া করে ও এলোপাতাড়ী পাথর নিক্ষেপ করে।তাতে আমাদের অনেক লোকজন গুরুতর আহত হয়। জানাযায় হাসান হোসেন এন্টার প্রাইজের স্বত্বকারী রুবেল মেঘনা নদীর শাওড়া সৈয়দখালী বালু উত্তোলনে একটি ইজারা ক্রয় করেন।বর্তমানে শাওড়া সৈয়দখালী বালুর চর জেগে কৃষিকাজ হচ্ছে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ জানায় স্থানীয় সাধারনের উপর হামলার বিষয়টি শুনেছি।অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো।