বরিশালে অগ্নিকান্ডে দিন মজুরের বসত ঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে একজন দিন মজুরের বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বর্তমানে ওই নিমজুর পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে। উপজেলার বাকাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর হেমায়েত সিকদার জানান, পয়সা গ্রামের বাসিন্দা দিনমজুর আবু বকর বয়াতির বসতঘরে শুক্রবার বিকেলে আগুন লাগে।
আগুন দেখে আপাশের লোক আসার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময়ে ঘরে আবু বকরের শিশুপুত্র ঘরে মধ্যে থাকলেও আগুন দেখে সে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সাকিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন শনিবার দুপুরে তার অফিস ষ্ঠাফদের ঘটনাস্থলে পাঠিয়ে প্রাথমিক পর্যায়ের সহযোগী করেছেন। পর্যায়ক্রমে তার বসত ঘর নির্মাণেও সহায়তা করা হবে বলে জানিয়েছেন পিআইও মো. মোশারফ হোসেন।