বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৬

আল-আমিন | ১৯:৪১, মার্চ ১৩ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি থ্রি-হুইলার (মাহেন্দ্র) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারে আছড়ে পড়ে একজন নিহত হয়েছেন। আহত চালকসহ ছয় জন। বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম। থ্রি-হুইলারটির যাত্রীরা পিরোজপুরের ছারছীনার মাহফিলে যাচ্ছিলেন। নিহত মো. ছায়েদুর রহমান (৭৫) মাদারীপুরের কালকিনি উপজেলার কয়দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান। তিনি একই উপজেলার দক্ষিণ রামারপোল এলাকার আবুল হোসেন আকনের ছেলে। তবে বর্তমানে তিনি বরিশালের গৌরনদী বন্দরের ব্যবসায়ী ছিলেন। ফায়ার সার্ভিসের জাহিদুল জানান, বুধবার জোহরের নামাজের পর পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিনদিন ব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেয়ার উদ্দেশ্যে আট জন গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ডিজেলচালিত থ্রি-হুইলারে রওনা দেন। “পথে নতুন হাট এলাকায় পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে থ্রি-হুইলারটি রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছড়ে পড়ে। এতে চালক-যাত্রী সকলেই কমবেশি আহত হয়।” আহতদের মধ্যে পাঁচ জনকে স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আর তিনজনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে ছায়েদুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টিম লিডার আরও জানান, নিহতের লাশ উজিরপুর মডেল থানার এসআই আবু ইউসুফের কাছে হস্তান্তর করা হয়েছে। এসআই ইউসুফ বলেন, আহত অবস্থায় আনা তিনজনের মধ্যে একজন মারা গেছেন। আরও একজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবুগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে থ্রি-হুইলার দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হতাহতদের উদ্ধার করা হয়েছে।