বরিশালে জেলেদের বেশি দাম দেওয়ায় মাছ ব্যবসায়ীর হাত–পা ভেঙে দিয়েছে সিন্ডিকেট

আল-আমিন | ১৩:৫২, মার্চ ১৩ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেঘনা নদীর জেলেদের কাছ থেকে বেশি দামে মাছ কেনায় এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত–পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মুলাদি উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের কুব্বাত আলী হাওলাদারের ছেলে নূরুল হক হাওলাদার। মেঘনা নদীর মেমানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হিজলা উপজেলার মাছ ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন নূরুল হক। এ ঘটনায় তিনি  উপজেলার নাজিরপুর নৌ থানায় মামলা করেছেন। নূরুল হক জানান, হিজলা উপজেলার মাছ ব্যবসায়ী সিন্ডিকেট জেলেদের জিম্মি করে কম দামে মাছ কিনে থাকে। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হন। তাই জেলেদের থেকে কিছুটা বেশি দামে মাছ কিনে ব্যবসা করেন তিনি। এতে ব্যবসায়ী সিন্ডিকেট ক্ষিপ্ত হয়ে কয়েকবার হুমকি দেয়। হিজলার মেঘনা নদীর মেমানিয়া এলাকায় মাছ কিনতে গেলে ছালাম মুন্সী, রবিউল মুন্সী, শাহজাহান ব্যাপারীসহ ৮–১০ জন লোক ট্রলারে হামলা চালায়। হামলাকারীরা টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে এলোপাতাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে নদীতে ফেলে দেয়। পরে স্থানীয় জেলেরা তাঁকে উদ্ধার করে রাতেই মুলাদি হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ অস্বীকার করে ছালাম মুন্সী বলেন, ‘হিজলায় সিন্ডিকেট বলে কিছু নেই। জেলেরা তাঁদের ইচ্ছেমতো পাইকারের কাছে মাছ বিক্রি করতে পারেন। ব্যবসায়ী নূরুল হকের ওপর হামলার বিষয়টি আমার জানা নাই।’ এ ব্যাপারে নাজিরপুর নৌথানা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।