এবার ভোলায় শিশুসহ দুজনের করোনা শনাক্ত

কামরুন নাহার | ০১:২৫, এপ্রিল ২৪ ২০২০ মিনিট

ভোলা প্রতিনিধি ।। দ্বীপ জেলা ভোলায় প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শিশুসহ দুজনের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন রতন কুমার ঢালী। সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত দুজনের মধ্যে একজন আট বছর বয়সী কন্যাশিশু রয়েছে। তার বাড়ি বোরহানউদ্দিনে এবং শিশুটির নাম মোহনা। অপরজন ভোলার মনপুরার নুরে আলম (২২) নামের এক যুবক। ভোলার সাত উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ দুজন আক্রান্তের সংবাদে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্বীপ জেলাটি অনেকটাই সারাদেশ থেকে বিচ্ছিন্ন। তবে ২০ লাখ মানুষের বসতিতে বহিরাগত কম। প্রায় ৫ লাখ মানুষ কর্মের সূত্রে ভোলার বাইরে অবস্থান করেন। তাদের অনেকেই করোনা পরিস্থিতিতে ভোলায় ফিরেছেন। তাদের মাধ্যমে করোনা সংক্রমণের সন্দেহ করছেন স্থানীয়রা। সর্বশেষ তথ্যানুযায়ী, ভোলা জেলায় করোনা শনাক্তের জন্য ২৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ২১৬ জনের ফলাফল জানা গেছে। তাদের মধ্যে শুধুমাত্র দুজনের করোনা শনাক্ত হয়েছে। আর ২৭ জনের নমুনার ফলাফল জানা যায়নি।