ভুল চিকিৎসায় শিশু মৃত্যু: লাশ রেখে পালালেন চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরের খানপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১০ মার্চ) খানপুর কাজীপাড়া ‘আল-হেরা জেনারেল হাসপাতালে’ শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোস্তাকিম (৯)। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা রমজান ও তার স্বজনদের অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় আল-হেরা জেনারেল হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ভর্তি করানো হয় মোস্তাকিমকে। অপারেশন শেষে রোগীকে যা যা খাওয়াতে বলা হয়েছে তাই খাওয়ানো হয়েছে। আজ ভোরে ফজরের সময় প্রসাব করিয়েছি। তারপর ১১টায় একটা ইনজেকশন দেয়। পরে ১২টায় আরেক ডোজ দিয়েছিল। তারপর আর জ্ঞান ফেরেনি।
সকালে অপারেশন থিয়েটারে মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি পরিবারের।
সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মৃধা জানান, জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। যদি কেউ কোনো অভিযোগ করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সিভিল সার্জন। তবে আমরা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মালিকপক্ষে কবির হোসন জানান, আমি বাড়িতে ছিলাম। এসে শুনেছি শিশুটি মারা গেছে। শিশুটির অপারেশনের পর বাবা তার বাচ্চাকে জুস ও কেক খাওনোর পর থেকেই সমস্যা দেখা দেয়। তবে ডাক্তারের চিকিৎসায় ভুল ছিল না। আর পরিবার যে অভিযোগ করেছে ১১টায় ইনজেকশন দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল। ওইটা মূলত ৮টায় দেওয়া হয়েছে, আর সেটা ছিল কাশির ইনজেকশন।’