বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে একজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার নাম নূরজাহান বেগম (৫৫)। তিনি বরগুনার বামনা উপজেলার পূর্ব শফিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের রবিবারের দৈনন্দিন ডেঙ্গু রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ২১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। সব শেষ তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৪ জন ডেঙ্গু রোগী।