ঈদের আগে শতভাগ বোনাসের দাবিতে বরিশালে শিক্ষকদের বিক্ষোভ

আল-আমিন | ১৮:৩৭, মার্চ ০৯ ২০২৪ মিনিট

আসন্ন ঈদুল ফিতরের আগেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের ১০০ ভাগ পূর্ণাঙ্গ উৎসব ভাতা বোনাসসহ শিক্ষা জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করাসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল জেলা কমিটি। শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় সংগ্রাম কমিটি। বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে শিক্ষক কর্মচারী নেতৃবৃন্দ সদস্যরা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ৯৮ ভাগ পরিচালনা করে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। দেশের মানবসম্পদ বিকাশে ভূমিকা রাখা এই ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী সদস্যরা মাত্র ২৫% উৎসব বোনাস, বাড়ি ভাড়া ১০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ করে দেওয়া হচ্ছে। তারা বলেন, একজন শিক্ষকের ন্যূনতম জীবনমান নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে। এতে করে মানবসম্পদ উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা কল্পনা করা যায় না। স্বাধীনতার ৫৩ বছর পরও এধরনের বঞ্চনা শিক্ষকদের মেনে নেওয়া বড় কষ্টকর। এ সময় আরও বক্তব্য দেন- আহ্বায়ক মো. রেজাউল করিম, অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যক্ষ প্রণব কুমার ব্যাপারী, অধ্যপক গৌরঙ্গ চন্দ্র কুন্ড, অধ্যাপক মো. হানিফ ও আহ্বায়ক জিয়া শাহিন প্রমুখ।