পঞ্চগড়ে ৭ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আল-আমিন | ২০:৪৯, মার্চ ০৮ ২০২৪ মিনিট

পঞ্চগড়ে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটির উচ্চতা ২৯ ইঞ্চি ও প্রস্থ ১১ ইঞ্চি। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার বানুরহাট বাজার এলাকা থেকে শাহীন শাহ (৪০), হাবিবুর রহমান (৪৮) ও শহিদুল (৫৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন দেবীগঞ্জ উপজেলার বন্দীরাম এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে, হাবিবুর রহমান তেঁতুলিয়া উপজেলার কৃষ্ণকান্ত জোত এলাকার মৃত আমানত আলীর ছেলে ও শহিদুল একরামুল হকের ছেলে। পুলিশ জানায়- গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, দেবীগঞ্জের বানুর হাট বাজারে কষ্টি পাথরের মূর্তি ক্রয় বিক্রয় হবে। বিদেশে পাচারের উদ্দেশ্যে তিনজন ব্যক্তি সেখানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখান থেকে ডিবি সদস্যরা একটি ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করে। যার উচ্চতা ২৯ ইঞ্চি ও প্রস্থ ১১ ইঞ্চি। এর আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। একইসঙ্গে শাহীন শাহ, হাবিবুর রহমান ও শহিদুলকে গ্রেপ্তার করে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে দেবীগঞ্জে ১৭ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় পাঠানো হয়েছে। মূর্তিটির আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। এ ঘটনায় মামলা হয়েছে। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযানে ১৭ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।