ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আল-আমিন | ২০:৫২, মার্চ ০৫ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় পৃথক দুটি এলাকায় পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের দিকে পৃথক এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের মো. আকবরের মেয়ে রাফিয়া (৩) ও পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মাইনুদ্দিলের মেয়ে তানহা (৯)।   নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলা করার সময় পাশের পুকুরের পানিতে পড়ে যায় রাফিয়া। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   অন্যদিকে, দুপুর ১টার দিকে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় তানহা নামে আরেক শিশুর। নিহতের স্বজনরা জানান, সঙ্গীদের সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে যায় তানহা। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।