বরিশালে চিকিৎসকদের জন্য ৬টি মাইক্রোবাস দিচ্ছে সরকার

কামরুন নাহার | ১৮:৪৫, এপ্রিল ২৩ ২০২০ মিনিট

প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা দেওয়ার সুবিধার্থে ডাক্তারদের পরিবহনে আসছে ৬টি মাইক্রোবাস। অতি শীঘ্রই শেবাচিম হাসপাতালের পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। মাইক্রোবাস নিয়ে আসার নেপথ্যে ভুমিকা রাখছেন বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। করোনা দুর্যোগের শুরু থেকে এই জনপ্রতিনিধি শেবাচিমে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সংকটসমুহ দুর করতে একের পর এক উদ্যোগ নিয়েছেন। হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন মাইক্রোবাস আসতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে প্রতিমন্ত্রীর সাথে আলোচনায় বসেন। এতে তিনি ছাড়াও জেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।