বরিশালে আগুনে ৩টি বসতঘর পুড়লেও অক্ষত কোরআন

আল-আমিন | ২১:৩৫, মার্চ ০৩ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার রায়পাশা-করাপুর ইউনিয়নের মিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে কোরআন শরীফ। রবিবার (৩রা মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, বরিশাল সদর উপজেলা ইউনিয়নের ২ নাং ওয়ার্ডের সাইদুল সরদার ও হাদিস সরদার ও সাবেক মেম্বার বেল্লাল হোসেনের বসত ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- রবিবার ৭ টার দিকে রায়পাশা-করাপুর ইউনিয়নের মিয়াবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে গেলেও রাস্তা সরু থাকায় প্রথমে তারা তাদের কার্যক্রম চালাতে ব্যর্থ হয়। পরে ছোট গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এক পর্যায়ে ১ ঘন্টা চেষ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান- হঠাৎ করে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ায় তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে কোরআন শরীফ। তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় সাধারণ জনতার সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের মাধ্যমেই এই আগুনের সূত্রপাত্র ঘটে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।