কবরস্থানে কুড়িয়ে পাওয়া নবজাতককে দত্তক নিলেন চিকিৎসক দম্পতি

আল-আমিন | ২১:২৭, মার্চ ০৩ ২০২৪ মিনিট

ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে থাকা একটি কবরস্থানে কুড়িয়ে পাওয়া নবজাতককে দত্তক নিয়েছেন এক চিকিৎসক দম্পতি। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় সমাজসেবা কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে চিকিৎসক দম্পতির হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও অরুণ কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দত্তক নেওয়ার বিষয়ে চূড়ান্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয় শনিবার (২ মার্চ) রাতে শিশু কল্যাণ বোর্ডের সভা হয়। সেখানে একাধিক আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক দম্পতির আবেদনটি চূড়ান্ত করা হয়। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক সচ্ছলতা ও সামাজিক অবস্থান যাচাই-বাছাই করে তাদের কাছে নবজাতকটি দত্তক দেওয়া হয়েছে।’ এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, ‘বর্তমান সমাজব্যবস্থা ও শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে একটি নিঃসন্তান ও সচ্ছল দম্পতিকে বেছে নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় নান্দাইলের মুশুলি ইউনিয়নের রসুলপুর গ্রামে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় একটি কবরস্থানে কান্নার আওয়াজ শুনতে পান সুরুজ মিয়া নামের এক ব্যক্তি। তিনি ইজিবাইক থামিয়ে সেখানে গিয়ে কবরের ওপর একটি নবজাতক দেখতে পান। পরে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ বলেন, শিশুটির বয়স ২-৫ দিন হতে পারে। সে সম্পূর্ণ সুস্থ ও সবল রয়েছে।