তথ্য গোপন করায় বরিশালে ছড়িয়ে পড়ছে করোনা

কামরুন নাহার | ১৪:২১, এপ্রিল ২৩ ২০২০ মিনিট

অনলাইন ডেস্ক : জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টের তথ্য গোপন করে চিকিৎসা নেয়ার প্রবণতায় বরিশালে ছড়িয়ে পড়ছে করোনা। করোনা আক্রান্ত রোগীদের সামাজিকভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করার অভিযোগও উঠেছে। আক্রান্তদের হেয় না করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। বরিশাল শের-ই- বাংলা মেডিক্যালে গত ৩রা এপ্রিল জ্বর-কাশি-শ্বাসকষ্টের তথ্য গোপন রেখে অজ্ঞান হওয়া এক রোগীকে স্বজনরা ভর্তি করান৷ চিকিৎসকদের সন্দেহে ১২ দিন পর পরীক্ষা করালে করোনা শনাক্ত হয় ওই রোগীর। পরে, ১৬ই এপ্রিল লকডাউন করা হয় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের একাংশ। ৪০ জন ইন্টার্ন চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে পাঠানো হয়। ভোগান্তিতে পড়েন ওয়ার্ডের অন্য সেবাগ্রহীতারা। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন,আমরা কিন্তু পালিয়ে যাচ্ছি না। আপনাদের সেবা করার জন্য আছি। তাই আমাদের ক্ষতি করলে আপনাদেরই ক্ষতি হবে। করোনা উপসর্গের তথ্য গোপন করে চিকিৎসা নেয়ার এমন বেশ কটি ঘটনাই ঘটেছে বরিশালে। এতে সেসব রোগীর সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীরাও হচ্ছেন সংক্রমিত। কিন্তু প্রশ্ন উঠেছে কেন-ই-বা তথ্য গোপন করার প্রবণতা? উত্তর মিলছে তারও। সামাজিকভাবে তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হওয়ার ভয়ই এর কারণ। বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান লিঙ্কন বলেন, কেউ করোনা আক্রান্ত হয়েছে এমন শুনলেই তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। এটা ঠিক না। আমাদের উচিত মানবিক কারনে সামাজিক দুরত্ব মেনে তাদের পাশে থাকা। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, আমরা নিজেরা সামাজিক দুরত্ব মেনে চলি তা অথচ কেউ এই রোগে আক্রান্ত হলে তাকে হেয় করছি। আমাদের সবার আরও মানবিক হওয়া উচিত। অসুস্থতায় তথ্য গোপন করা যেমন ঠিক নয়, তেমনি কাউকে হেয় করাও সামাজিক অপরাধ। এজন্য তথ্য না লুকিয়ে অক্রান্তদের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের।