বরিশালে ৬০০ কেজি জাটকাসহ আটক ২

আল-আমিন | ১৪:২৫, ফেব্রুয়ারি ২৬ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে ৬০০ কেজি জাটকাসহ ২ জনকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে বিভিন্ন স্পটে অভিযান চালায় র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা সেতু এলাকা এবং মীরগঞ্জ মাছের আড়ৎ থেকে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। ওই জাটকা পরিবহনে জড়িত থাকার অভিযোগে এসময় উজিরপুরের জালাল সিকদার এবং সুমন হাওলাদার নামে ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস। জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা এবং স্থানীয় গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়। বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘গত ১১ জানুয়ারি থেকে জাটকা ও দেশীয় প্রজাতির মাছের রেণু-পোনা সংরক্ষণের লক্ষ্যে যৌথ অভিযান শুরু হয়েছে। মৎস্য অধিদপ্তরের এ অভিযান চলবে ৩০ জুন পর্যন্ত। ইতোমধ্যে বাবুগঞ্জ উপজেলা থেকে প্রায় ৫ হাজার কেজি জাটকা জব্দ করে উপজেলার বিভিন্ন এতিমখানা এবং দুঃস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’