পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রের

আল-আমিন | ১৭:২১, ফেব্রুয়ারি ২৪ ২০২৪ মিনিট

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হান্নান উত্তর কলারন দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র। জানা যায়, চরবলেশ্বর গ্রামের মোহাম্মদ আবু তালেবের ছেলে মো. হান্নান ফকির সকালে তাদের বোরো ধানে জগমর্টর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।