বরিশালে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার আপন ভাই

আল-আমিন | ২০:০৮, ফেব্রুয়ারি ২২ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার মধ্য ওটরা গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার আপন ভাই। আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টায় হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, মধ্য ওটরা গ্রামের মৃত মোতালেব বেপারীর ছেলে মোঃ রফিকুল ইসলাম বাবুল বেপারী (৪৯) এর কাছ থেকে তার আপন ভাই মোঃ হাবিবুর রহমান মাওলা বেপারী (৩৫) ৩ লক্ষ ৬০ হাজার টাকা ধার নেয়। পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ হাবিবুর রহমান বেপারী ওরফে মাওলার সাথে বাগবিতন্ডা হয়। একপর্যায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলাম বাবুল মাথায় ও হাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। আহত রফিকুল ইসলাম বাবুল  বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে আমার আপন ভাই হাবিবুর রহমান মাওলা (৩৫), মোজাম্মেল বেপারী (৬৫), ভাতিজা আসাদ বেপারী (২০) ভাইয়ের স্ত্রী লিপি বেগম (৩২), মেয়ে মুনিয়া আক্তার (১৭) মিলে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় ও হাতে রক্তাক্ত যখম করে। অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ  পর্যন্ত থানায় অভিযোগ হয়নি, তবে প্রস্তুতি চলছে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।