নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় মানিক সরদার নামে এক বৃদ্ধকে পিটিয়ে বুকের হাড় ভেঙ্গে দিয়েছে তারই বখাটে ছেলে আলাউদ্দিন সরদার। বখাটে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত বৃদ্ধ মানিক সরদারকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মানিক সরদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত বৃদ্ধের বড় ছেলে রাসেল সরদার জানান, তার বাবা চাচার কাছ থেকে তাদের দুই ভাইয়ের নামে জমি ক্রয় করেন। বাবার ক্রয়কৃত ওই জমির আলাউদ্দিনের অংশে তার বাবা খড়ের গাদা দিতে চান। এতে ছেলে আলাউদ্দিন বাঁধা দেন। এ নিয়ে তর্ক বির্তকের এক পর্যায়ে আলাউদ্দিন লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করে। এতে মানিক সরদারের বুকের বাম পাশের হাড্ডি ভেঙ্গে যায় এবং হাতে গুরুতর আঘাত পান।
আহত মানিক সরদার জানান, ছেলে আলাউদ্দিন এরআগেও বিভিন্ন সময় তাকে মারধরের হুমকি দিত। কিন্তু মঙ্গলবার রাতে খড়ের গাদা নিয়ে তর্কের এক পর্যায়ে লাঠিয়ে আমাকে আঘাত করে।
এ ব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।