পিরোজপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : স্বরূপকাঠির খায়েরকাঠিতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে মোসাঃ শানু বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ তথ্য নিশ্চিত করেন নেছারাবাদ থানার এস আই তৌফিকুল ইসলাম। পরিবারের দাবি তার মাথায় সমস্যা ছিলো তাই সে আত্মহত্যা করেছে। তবে স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, শানু বেগম মানসিক রোগি মাঝে মাঝে মাথায় সমস্যা দেখা দিতো। মন যা চাইতো তাই করে বেড়াতো। স্থানীয় ভাবে ওঝা, বৈদ্য, দেখালে কিছু দিন ভালো থাকতো। কিছু দিন পরে আবার মাথায় সমস্যা দেখা দিতো। তবে এর কোন তথ্য প্রমান দেখাতে পারেনি তার পরিবার। শানু বেগম এর ছেলে বলেন, আমি কাজে গেছিলাম বাসায় এসে দেখি মা লকট গাছে ঝুলে আছে। আমি ডাক চিৎকার দিয়ে ঘর থেকে দা নিয়ে এসে কোপ দিয়ে রশি কেটে দেই।
শানু বেগমের স্বামী সবজি বিক্রেতা নুর হোসেন মিয়া জানান, আমি বিকেল বেলা কিছু সবজি নিয়ে বাজারে গিয়েছিলাম। খবর পেয়ে বাসায় এসে দেখি এই অবস্থা। তবে আমার স্ত্রীর মাথায় একটু সমস্যা আছে৷ মাঝে মাঝে ওঝা, মৌলবি দেখাইতাম। কিছু দিন ভালো থাকতো পরে আবার পাগলামি শুরু করতো।
দুপুরে আপনার স্ত্রীকে কেন মারধর করেছে? জানতে চাইলে তিনি বলেন, সামান্য একটু কথা-কাটাকাটি হইছে কোন মারধর করিনি।
এলাকার ওয়ার্ড মেম্বার আকরাম হোসেন উজ্জল বলেন, আমি পুলিশের সাথে ঘটনা স্থলে গিয়েছিলাম। যতদুর জানতে পেরেছি পারিবারিক কলহের কারনেই আত্মহত্যা করেছে। শুনছি তার মাথায় নাকি একটু সমস্যা ছিলো৷
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, এ বিষয়ে নেছারাবাদ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পরিবারের দেয়া তথ্যমতে জেনেছি শানু বেগমের মানসিক সমস্যা ছিলো এ কারনেই আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে কোন কাগজ পত্র দেখাতে পারেনি৷ তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই আমরা লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠিয়েছি।