বরিশালের ৯ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৯ চিকিৎসক পদ শূন্য

আল-আমিন | ১৫:৩৫, ফেব্রুয়ারি ১৭ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার ১০ উপজেলায় ৯টি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় সবকটিতেই চিকিৎসক সংকট। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এসব উপজেলার লাখ লাখ রোগী। এসব এলাকার রোগীরা জটিল রোগে আক্রান্ত হলেও পাচ্ছেন না যথাযথ স্বাস্থ্যসেবা। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, সাধারণ চিকিৎসা ছাড়া জটিল কোনো রোগের চিকিৎসা এসব স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয় না। এরপরও অধিকাংশ সময় চিকিৎসক পাওয়া যায় না। দায়িত্বে অবহেলাও করেন চিকিৎসকরা। বহির্বিভাগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের। কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, নিয়ম অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগী দেখার কার্যক্রম শুরুর কথা সকাল সাড়ে ৮টায়। কিন্তু সকাল ৯টা পর্যন্ত অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কক্ষগুলো ফাঁকা থাকে। বেশিরভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশেষজ্ঞ চিকিৎসক। যারা রয়েছেন তাদের অধিকাংশই মেডিকেল অফিসার কিংবা অ্যাসিস্টেন্ট। ফলে জটিল কোনো রোগীকে চিকিৎসা দিতে পারেন না তারা। ফলে রোগীদের পাঠিয়ে দেওয়া হয় জেলা সদর ও বিভাগীয় হাসপাতালে। এছাড়া অধিকাংশ পরীক্ষা-নীরিক্ষা করাতে হয় বাইরে থেকে। ফলে চরম ভোগান্তির শিকার হন রোগীরা। বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, জেলার ১০ উপজেলার মধ্যে সদর ছাড়া সবগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ২১৫টি। এর মধ্যে ১৩৬টি পদে চিকিৎসক থাকলেও শূন্য রয়েছে ৭৯টি। সার্বিক সংকটের কথা জানিয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান  বলেন, চিকিৎসক সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কোনো কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিতে বেগ পেতে হচ্ছে আমাদের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত জানাচ্ছি। আশা করছি, নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হলে এই সংকট কিছুটা কেটে যাবে।