জামায়াত নেতার সমর্থনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা

আল-আমিন | ১১:২৩, ফেব্রুয়ারি ১৫ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা এনামুল হক অপুর মনোনয়ন ফরমে সমর্থনকারী হয়েছেন এক জামায়াতে নেতা। ওই সমর্থনকারী মোহাম্মাদ আবু সাঈদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রশিবির নেতা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শীহন শরীফের কাছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেন কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক অপু। মনোনয়ন ফরম দাখিলের সময় তার সমর্থনকারী জামায়াত নেতা আবু সাঈদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির মো. মুজাম্মেল মৃধাসহ একাধিক সমর্থক-অনুসারী উপস্থিত ছিলেন। এনামুল হক অপু আওয়ামী লীগ নেতা হয়ে স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম দাখিল করা ও জামায়াত নেতা প্রস্তাবকারী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান টিটু  বলেন, ‘আওয়ামী লীগ পরিবারের সন্তান ও আওয়ামী লীগ নেতা দাবি করে এনামুল হক অপু যা করেছেন তা লজ্জাজনক। স্বাধীনতার স্বপক্ষের দল আওয়ামী লীগ। সেই দলের নেতা হয়ে জামায়াত নেতার সমর্থনে চেয়ারম্যান প্রার্থী হতে পারেন না। এটা দলের ভাবমূর্তি নষ্ট করে। আমি কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তার এমন কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই।’ এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক অপু  বলেন, ‘নির্বাচনে তো নৌকা প্রতীক নেই। আমি স্বতন্ত্র প্রার্থী। আমার জনপ্রতিনিধি হতে হলে সব দলের মানুষের ভোট লাগবে। তাই যে কেউ আমার সমর্থনকারী হতে পারেন। এটা কোনো বিষয় না।’