হোটেলে ১০ টাকার বিল নিয়ে বিতণ্ডা, কাস্টমারকে কুপিয়ে জখম
আল-আমিন|১৫:৪৯, ফেব্রুয়ারি ১২ ২০২৪ মিনিট
চট্টগ্রামের মিরসরাইয়ে হোটেলে নাশতার বিল নিয়ে কথা-কাটাকাটির জেরে এক দোকানিকে কুপিয়ে জখম করেছেন হোটেল মালিকের ছেলে।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আবুতোরাব বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মো. ফরিদ বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী আদিল শাহ বাবু বলেন, ‘হোটেলে খাওয়া শেষে ক্যাশে এসে বিল জিজ্ঞাসা করেন ভুক্তভোগী ফরিদ। হোটেল মালিক প্রথমে ১০০ টাকা বিল হয়েছে বলে জানান। পরে বলেন, ১১০ টাকা বিল হয়েছে। এরপর ফরিদ ২০০ টাকার একটা নোট দেন। এসময় ১০ টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। তখন হোটেল মালিক নুরুল আমিন বলেন, তোরা গুন্ডা হয়েছিস নাকি, টাকা কম দিচ্ছিস কেন? এসব বলে দুর্ব্যবহার করতে থাকেন। এসময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। এর কিছুক্ষণ পরে এসে হোটেল মালিকের ছেলে সুজন ফরিদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে ফরিদ গুরুতর আহত হয়ে পড়ে যান।’
অভিযোগের বিষয়ে জানতে সুজনের মোবাইলে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর থানায় অভিযোগ দেওয়ার কথা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।