মাওলানা সাদকে ছাড়াই শেষ হলো ইজতেমা, আখেরি মোনাজাতে মানবতার কল্যাণ কামনা

আল-আমিন | ১৫:৩২, ফেব্রুয়ারি ১১ ২০২৪ মিনিট

এবারও গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে পারেননি ভারতের মাওলানা সাদ কান্ধলভী। তাঁকে ছাড়াই আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। তবে ইজতেমায় এসেছেন মাওলানা সাদের তিন ছেলে। এর মধ্যে মোনাজাত পরিচালনা করেন বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাতকে ঘিরে সকাল থেকেই মানুষের ঢল নামে টঙ্গীর তুরাগতীরে। ইজতেমা মাঠ ছাড়িয়ে মানুষের ভিড় চলে যায় আশপাশের সড়ক-মহাসড়কে। ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ২০১৮ সালে তাবলিগের বর্তমান আমির ভারতের দিল্লির মাওলানা সাদ কান্ধলভীকে আমির মানা না-মানাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে তাবলিগ জামাত। ওই বছর ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসে বিরোধের মুখে ফিরে যান সাদ কান্ধলভী। দুই পক্ষের বিরোধে ২০১৮ সালের ডিসেম্বরে তুরাগ ময়দানে সংঘর্ষে নিহত হন এক মুসল্লি। এরপর ২০১৯ সাল থেকে দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা শুরু করে।
সেই বিরোধের জেরে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলো আলাদাভাবে। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় তাবলিগের প্রথম পক্ষ বা বাংলাদেশি মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা। এর মাঝে গত শুক্রবার থেকে শুরু হয় দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। তবে ২০১৮ সালে বিরোধের মুখে ফিরে যাওয়ার পর আর ইজতেমায় অংশ নেননি সাদ কান্ধলভী। এবারের ইজতেমায় তাঁর আসার কথা থাকলেও বা অনুসারীরা তাঁকে আনার চেষ্টা করলেও সরকারি বাধ্যবাধকতা থাকায় ইজতেমায় অংশ নিতে পারেননি সাদ কান্ধলভী।