বরিশাল সরকারি মহিলা কলেজে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আল-আমিন | ১৬:০৯, ফেব্রুয়ারি ০৯ ২০২৪ মিনিট

বরিশাল সরকারি মহিলা কলেজে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট  টুর্নামেন্ট শুরু হয়েছে। কলেজের ১২টি বিভাগ এতে অংশ নেয়।  কলেজের মাঠে  বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনে  তিনটি  গ্রুপে ছয়টি  বিভাগ  অংশ নেয়। প্রতিযোগিতায়  ইংরাজি ও  ইতিহাস প্রথম ম্যাচে অংশ নেয়। এতে ইতিহাস বিভাগ জয়লাভ করে। পরবর্তী ম্যাচে  ইসলামের ইতিহাস ও গণিত বিভাগ অংশ নেয়। গনিত বিভাগ জয়লাভ করে। শেষ ম্যাচে  পদার্থ বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অংশ নেয়। জয়ী হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ৫ মার্চ টুর্নামেন্টের  ফাইনাল ম্যাচ অনু্ঠিত হবে।