পটুয়াখালীতে স্ত্রীসহ ইউপি চেয়ারম্যানের পা ভেঙে দিল সন্ত্রাসীরা

আল-আমিন | ১৫:৫৬, ফেব্রুয়ারি ০৮ ২০২৪ মিনিট

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্ত্রীসহ মো. আনছার উদ্দিন মোল্লা নামে এক ইউপি চেয়ারম্যানের পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আহত আনছার উদ্দিন মোল্লা মহিপুর থানার লতাচাপলীর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযোগে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে আলীপুর বাজারে অগ্রণী ব্যাংকসংলগ্ন রাস্তার ওপর এ হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে বাম পায়ের রগ কেটে দিয়েছে এবং হাতুড়ি দিয়ে তার দুই পা ও ডানহাত থেঁতলে দিয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় তার স্ত্রী খাদিজা বেগমের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার পর গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।