বরিশালে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ২০

আল-আমিন | ১১:৫৯, ফেব্রুয়ারি ০৬ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডস্থ হাটখোলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে অত্যন্ত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় সাত জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নগরীর হাটখোলা সংলগ্ন এ করিম আইডিয়াল কলেজের সামনে ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার মৃত ইসমাইল সিকদারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স মাহমুদ সোহেল (৩২), তার মা নুরজাহান বেগম (৫২), তার স্ত্রী আশা মনি আক্তার (২৫), একই এলাকার রকি শেখের স্ত্রী আরজু বেগম (৪০), মো: জুলহাসের স্ত্রী আমির জান বেগম (৬০)। অপরদিকে একই এলাকার মোবারক সিকদারের ছেলে আল-আমিন সিকদার (৩২), তার স্ত্রী সেতু বেগম (২০) হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্যর‌্যা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরেজমিনে গিয়ে জানা যায়- দীর্ঘদিন ধরে প্রিন্স মাহমুদ সোহেলের সাথে আল-আমিনের বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন দিন তাদের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল রোববার রাতে বিরোধ মিমাংসার জন্য দুই পক্ষের সাথে কথা বলতে তাদের বাড়িতে যান ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মোঃ জামাল হুসাইন। তবে বিষয়টি মিমাংসায় ব্যর্থ হন তিনি। এ সময় তার উপর সোহেল ও তার স্ত্রী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার ভাতিজাকে আহত করে এবং তার যাওয়ার ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন সোহেল। এতে করে আরও ক্ষিপ্ত হন কাউন্সিলর সমর্থকরা। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সোমবার বেলা ১১ টার দিকে ভিডিও ছড়ানোর বিষয়টি নিয়ে পুনরায় সোহেলের ও আল-আমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে কয়েক দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পরে দুই পক্ষের লোকজন। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ঘটনাস্থলে ছুটে যান কোতয়ালী মডেল থানা পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’