বরিশালের ছেলে মোঃঅহিদুল আলম পনির। সখের বশে র্যাপ গান করে ২০১৩ থেকে। তার স্টেজ নাম ছন্দদাতা পনির। বাংলা র্যাপ আমরা সবাই কম বেশী শুনি। দেশি এম সি, স্টোয়িক ব্লিস, জালালী সেট, এদের নাম কমবেশি সবাই শুনেছি আমরা। তরুন প্রজন্মের কাছে যা খুব জনপ্রিয় এক মিউজিক। বাংলা হিপ হপে ছন্দদাতা পনির তার বরিশাল শহরকে রিপ্রেজেন্ট করে আসছে ২০১৩ সাল থেকে। অমানুষ,দেশী হিপহপ ভলিউম ১, দেশী হিপহপ ভলিউম ২ নামক এলবাম এও গান ছিল তার। তার ই ধারাবাহিকতায় এই প্রথমবারের মত তার নিজস্ব গান দিয়ে একটি এলবাম সাজিয়েছেন তিনি। যার নাম দিয়েছেন "বরিশাইল্লা বয়ান" তার সাথে কথা বলে আরো জানা গেল এই এলবামে তার মোট গানের সংখ্যা ১১ টি। Amazon,I-tunes,Spotify সহ আন্তর্জাতিক বেশ কয়েক টি ওয়েবসাইটে পাওয়া যাবে। তিনি আরো বলেন এই মহামারি পরিস্থিতিতে সবাই আমরা বাসায় অবস্থান করছি। সবাইকে মাতিয়ে রাখতে এবং বিশ্ব দরবারে বাংলা সংগীত কে আরো বড় ও স্পস্ট করে তোলার জন্যই তিনি চেষ্টা করে যাচ্ছেন।
নিচে তার গানের কয়েকটি লিংক দেয়া হলো: