বোমা-ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ১০টি গরু লুট

আল-আমিন | ১৯:৫৩, ফেব্রুয়ারি ০১ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : মুলাদীতে সীমান্তবর্তী এলাকায় মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে চার গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর ও টুমচর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এগুলো হাতবোমা ও ককটেল বিস্ফোরণের শব্দ বলে দাবি করেছেন স্থানীয়রা। বিস্ফোরণের শব্দে টুমচর, চিঠিরচর, তয়কা এবং সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। এ সময় টুমচর গ্রাম থেকে ১০টি গরু লুটে নেয় দুর্বৃত্তরা। বাটামারার আওয়ামী লীগ নেতা রুবেল শাহ হত্যা মামলার আসামিরা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে পুলিশের দাবি, বিস্ফোরণের শব্দ পেলেও কে বা কারা ঘটিয়েছে সে প্রমাণ পাওয়া যায়নি। টুমচর গ্রামের জহিরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ঢোকে। তারা গ্রামের সাহেব আলী সরদার, জেলাল সরদার, আফজাল হাওলাদারের গরুসহ এলাকা থেকে ১০টি গরু নিয়ে গেছে। পরে স্থানীয়রা একযোগে ডাকচিৎকার দিয়ে প্রতিরোধের জন্য বের হলে তারা হাতবোমা ও ককটেল বিস্ফোরণ করতে করতে চলে যায়। পরে তারা চিঠিরচর এলাকায় হাজী পক্ষের লোকজনের মুখোমুখি হন। নিহতের ভাই রোমান শাহ বলেন, হত্যা মামলার আসামিরা বেশ কিছুদিন ধরে এলাকায় ঢোকার চেষ্টা করছেন। তারাই হাতবোমা ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে এবং এগুলো তৈরির খরচ জোগাতে সাধারণ মানুষের গরু-ছাগল নিয়ে যাচ্ছে। মুলাদী থানার ওসি মো. জাকারিয়া বলেন, বাটামারায় বিস্ফোরণের কথা শুনেছি। বিষয়টি তদন্তের জন্য জাগরনি বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।