স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য মফিজুল গ্রেফতার

আল-আমিন | ১৮:৩৫, জানুয়ারি ৩০ ২০২৪ মিনিট

স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য মো. মফিজুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রবিবার রাতে রাজধানীর মতিঝিল ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে সিআইডির সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর কাস্টমস কর্তৃপক্ষ ঢাকার মালিবাগ হতে বিমানবন্দর হয়ে সাতক্ষীরা যাওয়ার সময় সোহাগ পরিবহন লি. এর একটি নন এসি বাসের চালকের সিটের নিচে লুকানো সাদা কসটেপ দিয়ে মোড়ানো ৫৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৬.৭৬০ কেজি। বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা।

এ সময় মো. শাহাদাৎ হোসেন (২৯), বাসটির চালক মো. ইব্রাহীম (২৭) ও সুপারভাইজার মো. তাইকুল ইসলাম (২৬) এই তিন জনকে গ্রেফতার  করা হয়। এর একদিন পর ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে গ্রেফতার আসামি মো. শাহাদাৎ হোসেন ও মো. ইব্রাহীম আদালতে স্বর্ণ চোরাচালানের সঙ্গে মো. মফিজুল ইসলামের জড়িত থাকার কথা উল্লেখ করে। তারই সূত্র ধরে মফিজুলকে গ্রেফতার করে সিআইডি।