বরিশালে পরিবার পরিকল্পনা পরিদর্শক করোনায় আক্রান্ত

কামরুন নাহার | ২৩:৪৯, এপ্রিল ২১ ২০২০ মিনিট

বরিশালে একজন পরিবার পরিকল্পনা পরির্দশক করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বরিশাল জেলায় ৩২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন করে আক্রান্ত ব্যক্তি হিজলা উপজেলার বাসিন্দা এবং সেখানেই কর্মরত রয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার মোট ৮ জনের দেহে করোনার উপস্থিত পাওয়া গেছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং অপরজন নার্স। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ব্যক্তির অবস্থান অনুযায়ী বাড়ি লকডাউন করা হয়েছে। পশাপাশি তার আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে এবং তার অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৭ জন চিকিৎসক ও ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।