বরিশাল শেবাচিম হাসপাতালে চলতি মাসে ৭ শিশুর মৃত্যু

আল-আমিন | ১৮:১১, জানুয়ারি ২৭ ২০২৪ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চলতি মাসে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৩ শতাধিক শিশু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতজনীত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৬৪৫ জন শিশু ভর্তি হয়, এর মধ্যে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউমনিয়া রোগে আক্রান্ত হয়ে ৯৭ জন শিশু ভর্তি হয়েছে তার মধ্যে কাশি,স্বাসকষ্ট ও হার্টেও সমস্যায় ৩ জন শিশুর মৃত্যু হয়েছে এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মোট ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি শিশু ওয়ার্ডে সরকারিভাবে ৪৫টি বেড থাকলেও চিকিৎসা নিচ্ছে ৩ শতাধিক শিশু।