বরগুনায় নতুন করে ৪ জন করোনা আক্রান্ত

কামরুন নাহার | ২৩:৩৩, এপ্রিল ২১ ২০২০ মিনিট

বরগুনায় করোনো আক্রান্ত রোগীর সংখ্যা একের পর এক বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই আসছে পজেটিভ রিপোর্ট। মঙ্গলবার দুপুর নাগাদ আরো চারজন করোনাক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট ১৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে দুজনের। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন বরগুনা সদর উপজেলার একজন, বামনা উপজেলার একজন, আমতলীর একজন এবং বাকি একজন বেতাগী উপজেলার। এদের মধ্যে একজন মধ্যবয়সী নারীও রয়েছেন। সর্বমোট আক্রান্ত ১৭ জনের মধ্যে আটজনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, চারজনের বাড়ি বামনা উপজেলায়, তিনজনের বাড়ি আমতলী উপজেলায় এবং দু’জনের বাড়ি বেতাগী উপজেলায়। শুধুমাত্র বামনা উপজেলার একই পরিবারের দু'জন ব্যতিত বাকিদের অধিকাংশই  ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বরগুনায় এসেছেন বলে জানা গেছে। এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, মঙ্গলবার দুপুর নাগাদ প্রাপ্ত ফলাফলে বরগুনায় নতুন করে আরো চারজন করোনা আক্রান্ত হয়েছেন। এদের অধিকাংশই জেলার বাইরে থেকে বরগুনায় এসেছেন। নতুন করে আক্রান্তদের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ যথাযথ পদক্ষেপ নিয়েছে।