নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে নার্সিং কোয়ার্টারের পুকুর ভরাট বন্ধে ১২ জনকে আইনি নোটিশ দিয়েছে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকারসচিব এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়রও রয়েছেন।
বেলার সুপ্রিম কোর্টের আইনজীবী এস হাসানুল বান্না গত সোমবার এ নোটিশ জারি করেন। নোটিশ পাঠানোর পাঁচ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
নোটিশ পাওয়া বাকিরা হলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বরিশালের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় পরিচালক, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।
বেলার বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন নোটিশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকযোগে পাঠানো নোটিশে বলা হয়েছে, শত বছরের ওই পুকুরটির অর্ধেক অংশ বালু ফেলে ভরাট করা হয়েছে। সেখানে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এই অবস্থায় পুকুর ভরাট বন্ধে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের তিনটি মন্ত্রণালয়ের সচিব, বরিশাল সিটি করপোরেশনের মেয়রসহ ১২ জনকে নোটিশ দিয়েছে বেলা।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদজানান, তাঁরা পুকুর ভরাট বন্ধে বেলার আইনি নোটিশ হাতে পাননি।
প্রসঙ্গত, ২১ জানুয়ারি দেশ জনপদ পত্রিকায় ‘সরকারি প্রতিষ্ঠান করছে পুকুর ভরাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পর বেলার উদ্যোগে পুকুরসংলগ্ন এলাকায় মানববন্ধনও করেছেন পরিবেশবাদীরা।